
সবাইকে তাক লাগিয়ে শুরু হলো এই বছরের সবচাইতে আলোচিত ও ধামাকাদার ক্যাম্পেইন “ডিলবাজার বিজয় উল্লাস- ২০১৮”।
এই ক্যাম্পেইনের আওতায় প্রতিদিনই ক্রেতাদের জন্য চমক হিসেবে থাকছে বিশাল ডিসকাউন্ট,বাহারী সব পণ্য,নানাবিধ আকর্ষণীয় অফার সহ বিভিন্ন ধরণের পণ্যের ডিল।
এই ক্যাম্পেইনের পণ্যগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বিভিন্ন প্রকারের গ্যাজেট, লাইফস্টাইল ও স্মার্ট ডিভাইস সহ শাওমি পাওয়ার ব্যাংক,ইয়ারফোন,ফিটনেস ব্যান্ড, ব্যাকপ্যাক এবং অন্য আরো আকর্ষণীয় পণ্য সামগ্রী।
এছাড়াও ডিলবাজারের মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতাগণ হোম ডেলিভারি ও ক্যাশ-অন-ডেলিভারির পাশাপাশি উপভোগ করতে পারবেন বিকাশ ও অনলাইন পেমেন্টের সুযোগ। সেই সাথে প্রতিটি পণ্য ক্রয়ে রয়েছে ব্রান্ড ওয়ারেন্টি সহ দ্রুত প্রডাক্ট রিটার্ন সুবিধা।
এ প্রসঙ্গে ডিলবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা সাধারণের চাহিদার কথা মাথায় রেখেই তাঁদের এই ক্যাম্পেইন সাজানো হয়েছে যুগোপযোগী ও নানাবিধ আকর্ষণীয় সকল পণ্য দ্বারা এবং ক্যাম্পেইন শুরুর প্রথম দিনেই ক্রেতা সাধারণের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন যা সামনের দিনে তাঁদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে বলেই ধারণা পোষণ করছেন তারা।
প্রসঙ্গত উল্লেখ্য,৮ই ডিসেম্বর থেকে আরম্ভ হওয়া এই ক্যাম্পেইন চলবে পুরো মাসব্যাপী।
এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ডিলবাজার বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেইজে:
https://www.facebook.com/DealBazaarBD এবং
ডিলবাজার ওয়েবসাইটে: https://www.dealbazaar.com.bd/
আরও বিস্তারিত জানতে কল করুন: +88-096 1200 1200