
বছর ঘুরে আবারো আসছে ভালোবাসা দিবস। ইতোমধ্যেই এই দিনটিকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে নানাবিধ আয়োজন। এই শোরগোলের মাঝেই ডিলবাজার নিয়ে এলো আসন্ন ভালোবাসা দিবসের সেরা ক্যাম্পেইন,”এক ডিলে ডাবল লাভ”‘।
১৩ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে ডিলবাজারের অবিশ্বাস্য মূল্য, ব্রান্ড ওয়ারেন্টি, বেস্ট কোয়ালিটি ও বেস্ট সার্ভিসের প্রতিশ্রুতি নিয়ে ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন গ্যাজেট ও লাইফস্টাইল পণ্যের ইউনিক সব অফার।
এই ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে শাওমি, রিমেক্স, রক সহ বিভিন্ন শীর্ষস্থাণীয় ব্রান্ডের পাওয়ার ব্যাংক,ইয়ারফোন,ফিটনেস ব্যান্ড, ব্যাকপ্যাক এবং অন্য আরো আকর্ষণীয় পণ্য সামগ্রী।
এছাড়াও পণ্য ক্রয়ে ক্রেতাগণ ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি উপভোগ করতে পারবেন ক্যাশ-অন-ডেলিভারি, বিকাশ ও অনলাইন পেমেন্টের সুযোগ। সেই সাথে প্রতিটি পণ্য ক্রয়ে রয়েছে ওয়ারেন্টি সহ তিনদিনের মধ্যে ফ্রি প্রডাক্ট রিটার্ন সুবিধা।
বিস্তারিত আপডেটের জন্য ডিলবাজার বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন এবং শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ দিন।
ডিলবাজার অফিসিয়াল ফেইসবুক পেইজ: https://www.facebook.com/DealBazaarBD
ডিলবাজার অফিসিয়াল ওয়েবসাইট: https://www.dealbazaar.com.bd/
Related News
Comments (1)
Leave Your Comment
Thanks a lot for the post.Really thank you! Much obliged.