নতুন বছরে ক্রেতাদের জন্য দারুণ চমক নিয়ে এলো ডিলবাজার। এখন থেকে ক্রেতারা ডিলবাজারের মাধ্যমে খুব সহজেই অনলাইনে কিনে নিতে পারবেন ওয়ারেন্টি সহ তাঁর পছন্দের অফিসিয়াল শাওমি মোবাইল। সেই সাথে মোবাইল ক্রয়ে হোম ডেলিভারি ও ক্যাশ-অন-ডেলিভারির পাশাপাশি রয়েছে বিকাশ ও অনলাইন পেমেন্টের সুযোগ।
ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এবং অনলাইন শপিং আরো প্রাণবন্ত ও সহজ করতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন ডিলবাজার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গ্যাজেট এবং লাইফস্টাইল পণ্যের ই-কমার্স প্ল্যাটফর্ম ডিলবাজার যাত্রার শুরু থেকেই আকর্ষণীয় পণ্য সামগ্রী, সহজ ক্রয় নীতি, গুণগত মান ও উন্নত গ্রাহক সেবার জন্য স্বল্প সময়েই ক্রেতাদের আস্থাভাজন হিসেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে নিয়েছে।
Written and Published by
Faria Khandaker
Content Writer
DealBazaar