বছরের শুরুতেই বাংলাদেশের মি ভক্তদের জন্য বছরের অন্যতম সেরা চমক নিয়ে হাজির হলো শাওমির ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন Mi8Lite।
কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর সমৃদ্ধ Mi8Lite-এ 6.26 ইঞ্চির নচ ডিসপ্লের পাশাপাশি রয়েছে ১২+৫ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা ও ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 3,350 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোন দ্রুত চার্জ দিতে আছে কুইকচার্জ ৩.০ প্রযুক্তি।
গেইম ও সেলফিপ্রেমীদের জন্য এককথায় দুর্দান্ত আধুনিক যুগের যাবতীয় আকর্ষণীয় ফিচার সমৃদ্ব শাওমির নতুন এই স্মার্টফোন।
এক বিবৃতিতে ডিলবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, Mi8Lite বিক্রয় শুরুর প্রথম দিন থেকেই ক্রেতা সাধারণের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন যা সামনের দিনে তাঁদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে বলেই ধারণা পোষণ করছেন তারা।
শাওমির মি সিরিজের এযাবৎ কালের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন Mi8Lite ইতোমধ্যেই বাজেটের মধ্যে সেরা ফিচারের স্মার্টফোন হিসেবে সারাবিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, ডিলবাজারের মাধ্যমে সমগ্র বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ক্রেতারা অত্যন্ত সহজেই ঘরে বসেই অর্ডার করতে পারবেন শাওমির মি সিরিজের নতুন স্মার্টফোন Mi8Lite। এছাড়াও পণ্য ক্রয়ে ক্রেতাগণ ক্যাশ-অন-ডেলিভারির পাশাপাশি উপভোগ করতে পারবেন বিকাশ ও অনলাইন পেমেন্টের সুযোগ। সেই সাথে প্রতিটি পণ্য ক্রয়ে রয়েছে ওয়ারেন্টি সহ তিনদিনের মধ্যে ফ্রি প্রডাক্ট রিটার্ন সুবিধা।
Written and Published by
Faria Khandaker
Content Writer
DealBazaar